হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন। তাঁর জন্ম শুধু আরব ভূমিকে নয়, সমগ্র বিশ্বকেই আলোকিত করেছে। অজ্ঞতার আঁধার ভেদ করে তিনি এনেছিলেন সত্য, ন্যায় আর শান্তির দিশা। কবির হৃদয়ে সেই আগমনের মাহাত্ম্য রূপ নিয়েছে এক অনন্ত স্বপ্নের আকাঙ্ক্ষায়।
কবি মুক্তার হোসেন শাহ তাঁর কবিতায় রাসূলের আগমনকে স্বপ্ন, প্রেম ও আত্মনিবেদনের ভাষায় চিত্রিত করেছেন। নবীজিকে একনজর দেখার অমলিন আকাঙ্ক্ষা, মদিনার প্রতি অশেষ টান এবং ফেরেশতাদের আগমনী দৃশ্য কবিতাকে দিয়েছে আধ্যাত্মিক মাধুর্য। এতে ফুটে উঠেছে নবীর প্রতি গভীর ভালোবাসা এবং তাঁর আগমনের বরকতে সৃষ্টির জগতের আনন্দোৎসব।
রাসূলের আগমনে
এমন একটা স্বপ্ন দেখাও খোদা
রাসূলে পাকের ওপর।
যে স্বপ্নের হয়না গো শেষ
হয়না গো কভু ভোর
দেখিতে পাইতাম যদি
আমার এই পাপ আঁখিতে।
দোয়ার নবীজিকে একনজর
অন্ধ হয়ে কাটিয়ে দিতাম
আমার বাকিটা জীবনভোর
খোদা আমায় দিলে ডানা
মানতামনা কোনো মানা।
আরব সাগর পাড়ি দিয়ে
যেতাম আগে, সোনার মদিনা।
আমার নবী জ্ঞানের শহর
এলেন মক্কা শহরে
শুষ্ক মরুই ফুলফোটাতে
মা আমিনার বাগেতে
ফুলের সুভাষ হার মেনেছে
নবীর আগমনে
ফরিস্তারা দল বেঁধেছে
আসবে ভূবনে
মুক্তার হোসেন শাহ
আপনার কমেন্ট